
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২২ পিএম
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ভিপি নুরের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩০ এএম

আরও পড়ুন
সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের আওয়াজ উঠেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর।
এছাড়াও তিনি বলেন, আমরা বলেছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, প্রশাসনিক সংস্কার প্রয়োজন, রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। আমরা বলছি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা, সেই সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর, দুই কক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া, যেন সাধারণ মানুষ রাজনীতি করতে পারে।
শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
এ সময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর সদস্য আবদুস জাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বত্তৃদ্ধতা করেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।