ছবি: যুগান্তর
ঈশ্বরগঞ্জে হোসাইনিয়া বহুমুখি কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হককে শনিবার রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।
এ দিন বিদায় অনুষ্ঠান শেষে ফুলসজ্জিত গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার বিদায়ী শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ফজলুল হক ১৯৮৩ সাল থেকে ওই মাদ্রাসায় কর্মরত ছিলেন।
এর আগে ওই প্রতিষ্ঠানের অডিটোরিয়াম কক্ষে অধ্যক্ষ মো. শোয়াইব হোসাইনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র এসএম ইমরানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। ফজলুল হকের গ্রামের বাড়ি উপজেলাধীন জাটিয়া ইউপির চরপাড়া গ্রামে।