Logo
Logo
×

সারাদেশ

ভারতে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক

Icon

সিলেট ব্যুরো ও নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

ভারতে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক

ভারত গমনকালে সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেনকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে আটক করা হয়।

আটককৃত নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা- শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেনকে (৩৮) আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেনকে (৩৮) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে, তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।

গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ জানান, মো. নোমান হোসেন সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। মামলা থাকায় স্থলবন্দর পুলিশ তাকে আটক করে। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জের থানায় পাঠিয়ে দেওয়া হয়।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, নোমান হোসেন নবীগঞ্জের হাজী সেলিম উদ্দিনের ছেলে। তার নামে হবিগঞ্জ সদরে একটি ও নবীগঞ্জে আরেকটি মামলা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম