Logo
Logo
×

সারাদেশ

কালনাগিনী সাপের বাচ্চা উদ্ধার, গ্রামজুড়ে আতঙ্ক

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

কালনাগিনী সাপের বাচ্চা উদ্ধার, গ্রামজুড়ে আতঙ্ক

বরিশালের গৌরনদীতে কালনাগিনী সাপের বাচ্চা ধরা পড়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার গেরাকুল গ্রামে এই সর্বপ্রথম কালনাগিনী সাপের বাচ্চা উদ্ধারের পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ওই গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতির একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, এটি একটি মৃদু বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনো কালনাগিনী ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। রাতে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউ টিমের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম