মসজিদের নামে থাকা জমি দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
কেরানীগঞ্জে আগানগর বড় মসজিদের নামে থাকা ৩০ শতাংশ জমি একটি চক্র দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে মসজিদ পরিচালনা কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সদস্য আমান উল্লাহ আমান, সাহিদুল হক সাহিদ, আ. সাত্তার, আসহারুর হক আসু, গোলাম মোস্তফা, ইমান উল্লাহ মাস্তান, মো. সেলিম হোসেন, নুরে আলমসহ কয়েকশ মুসল্লি।
লিখিত বক্তব্যে সাহিদুল হক সাহিদ বলেন, মসজিদের নামে যে জমি সেই জমির ওয়ারিশ সূত্রে মালিক ছিলেন ৩ ভাই অমিতাব চৌধুরী, উত্তম চৌধুরী ও দেবাশীষ চৌধুরী; কিন্তু আরএস রেকর্ডে শুধু অমিতাব চৌধুরীর নামে সব জমি রেকর্ড হয়; যা অদ্যাবধি বহাল রয়েছে। একপর্যায়ে অমিতাব চৌধুরী তার দুই ভাইয়ের কাছ থেকে আমমোক্তার মূলে ক্ষমতাপ্রাপ্ত হয়ে ও নিজের সম্পত্তি মিলিয়ে ৭২ শতাংশ জমি ১৯৮৬ সালে (মসজিদের জমিদাতা) নুরুল ইসলামের কাছে বিক্রি করেন। ৭২ শতাংশ জমি ক্রয় করে সেখান থেকে ৩০ শতাংশ জমি নুরুল ইসলাম মসজিদের নামে ওয়াকফ করে দেন। মসজিদের নামে নামজারি করা আছে। হালসন খাজনাও দেওয়া হয়েছে মসজিদের নামে।
এদিকে রেকর্ডীয় মালিকের ভাই দেবাশীষ চৌধুরী জমিটি দখল করতে নানা অপতৎপরতা চালাচ্ছেন। দেবাশীষ গংরা মস্তান ও সন্ত্রাসী লোকজন দিয়ে মসজিদের মোতাওয়াল্লি ও মসজিদ কমিটির লোকজনকে হুমকি দিচ্ছেন। মসজিদের উন্নয়ন কার্যক্রম এতে বাধাগ্রস্ত হচ্ছে। মসজিদের নামে থাকা জমি দখলের পাঁয়তারা করছে। মসজিদের জমি রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।