Logo
Logo
×

সারাদেশ

সুপারির গর্তে অক্সিজেন সংকটে দুই ভাইয়ের মৃত্যু

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

সুপারির গর্তে অক্সিজেন সংকটে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পাইন্দংয়ে সুপারির গর্তে নেমে অক্সিজেন সংকটে শফি এবং শহিদুল নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময়  শফি ও তৌহিদসহ অজ্ঞাত নারী ও পুরুষ আহত হয়েছেন।

শুক্রবার সকালে ৬নং ওয়ার্ড পশ্চিম হাইদচকিয়ার হাজি গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুপারির পচা ও গলানোর গর্তে বস্তার মুখ খুলতে গিয়ে গ্যাসের গন্ধে প্রথমে দুইজন পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরও তিনজন আহত হয়, ট্যাংকের উপরে আরও একজন আহত হন। ফায়ার কর্মীদের সহযোগিতায় তাদের হাসপাতালে প্রেরণ করি। এতে শফি ও শহিদুল নামে টুনু সওদাগরের দুই ছেলের মৃত্যু হয়।

ফটিকছড়ি ফায়ার কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আমাদের পৌঁছার পূর্বে এক মহিলাসহ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, ৭-৮ ফুট  নিচে এই গর্তে সুপারির গন্ধে মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে এ ঘটনা ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম