Logo
Logo
×

সারাদেশ

জনতার ধাওয়ায় রেলের স্লিপার ফেলে পালিয়ে গেল চোর

Icon

গফরগাঁও ও ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

জনতার ধাওয়ায় রেলের স্লিপার ফেলে পালিয়ে গেল চোর

জনতার ধাওয়া খেয়ে ট্রাকভর্তি রেলওয়ে স্লিপার ফেলে পালিয়ে গেল চোর। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউলিয়ানগর স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানান,সংঘবদ্ধ চোরের দল আউলিয়া নগর রেলওয়ে স্টেশনের ১নং লাইনের পাশে রাখা স্লিপার একটি মিনিট্রাক ভর্তি করছিল। খোঁজ পেয়ে বাজারের নৈশপ্রহরী নয়ন ও সালাম  ডাক চিৎকার শুরু করে। তাদের ডাক শুনে স্টেশনের ব্যবসায়ী আসাদুজ্জামান ও স্থানীয়রা এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া করে। জনতার ধাওয়া খেয়ে ট্রাক ভর্তি স্লিপার রেখে পালিয়ে যায় চোরের দল।

স্থানীয়দের অভিযোগ, স্লিপার চুরির ঘটনার সঙ্গে গফরগাঁও রেলওয়ে অফিসে লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও আউলিয়ানগর স্টেশন থেকে স্লিপার চুরির ঘটনা ঘটেছে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, ট্রাকসহ মালামাল জব্দ করা হয় হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম আলী জানান, স্লিপার চুরির ঘটনায় স্থানীয় গেং মেড সোহেল মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম