কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছল রূপপুরে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
![কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছল রূপপুরে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/01/Ishwardi-6724c8a35b299.jpg)
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা তেজস্ক্রিয় জ্বালানি (ইউরেনিয়াম) ঢাকা থেকে কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তারা স্বাগত জানান।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয়বারের মতো প্রথম তেজস্ক্রিয় জ্বালানি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছার পর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। প্রথমবারের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তেজস্ক্রিয় জ্বালানি সড়কপথে রূপপুরে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান দেশে আসবে।
এর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।