Logo
Logo
×

সারাদেশ

কালকিনিতে সাপের ছোবলে প্রাণ গেল শ্রমিকের

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

কালকিনিতে সাপের ছোবলে প্রাণ গেল শ্রমিকের

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে বিষাক্ত সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফরহাদ শিকদার উপজেলার লক্ষিপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে।  

পরিবার সূত্রে জানা গেছে, ফরহাদ শিকদার বৃহস্পতিবার বিকালে তার নিজ ঘরের ভেতরে বসে ফার্নিচারের কাজ করছিলেন। এসময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি কালো রঙয়ের বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই সোহেল শিকদার জানান, কালো রঙয়ের একটি সাপে কামড় দিলে আমার ভাইকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, আমরা শুনেছি সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের কেউ আমাদের অবহিত করেনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম