Logo
Logo
×

সারাদেশ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: জহিরউদ্দিন স্বপন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: জহিরউদ্দিন স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি এম. জহিরউদ্দিন স্বপন বলেছেন, আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই না। 

তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সব ধর্মের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে। সবাই স্বতস্ফুর্তভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে। রাষ্ট্র এতে সব ধরনের সহযোগিতা করবে। সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। আপনাদের সহয়তায় মানুষের মধ্যে নৈতিক মুল্যবোধ জাগ্রত হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। 

বৃহস্পতিবার দুপুরে গৌরনদীতে একটি অডিটোরিয়ামে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে, সমাজ পুনর্গঠনে ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষকসহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।          

জহিরউদ্দিন স্বপন বলেন, সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে। ৫ আগষ্টে শহিদদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় আমাদের দেশের রাজনৈতিক স্বাধীনতা এসেছে। 

টরকী বন্দর বাইতুল ফালাহ্ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রহমাত রহমাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানা রাশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল আজিজ পীর, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, মাহিলাড়া কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আ. আজিজ, মাওলানা হাসানুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুল্লাহ্ প্রমুখ। 

মতবিনিময় সভায় উপজেলার শীর্ষস্থানীয় আলেম-ওলেমাসহ ৭৩৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম