রায়পুরে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ার হোসেন (২৮) উদমারা গ্রামের কৃষক ফজল আহমেদের দ্বিতীয় ছেলে। তার মা-বাবা ও স্ত্রী এবং এক সন্তান রয়েছে। রাত ৮টায় এশার নামাজের পর জানাজা শেষে নিহত আনোয়ার হোসেনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সন্ধ্যায় আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি উত্তর চরআবাবিলের ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুরের উদমারা গ্রামের যুবক আনোয়ার হোসেন দুপুরে তাদের বাড়ির পাশে সুপারি বাগানে সুপারি পাড়তে যান। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে মাথায় ও মাঝায় আঘাত পান। এসময় এলাকাবাসী আনোয়ারকে উদ্ধার করে দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় আনোয়ার হোসেন।
এবিষয়ে রায়পুরের হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের অনুরোধে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।