Logo
Logo
×

সারাদেশ

কাদের মাঝির সন্ধান দিলেই মিলবে ৫০ হাজার টাকা

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

কাদের মাঝির সন্ধান দিলেই মিলবে ৫০ হাজার টাকা

লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিবেশীর উপর্যুপরি ছুরিকাঘাতে খুনের শিকার মো. জুয়েলের (২২) হত্যাকারী আবদুল কাদের মাঝিকে গ্রেফতারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নিহত জুয়েলের সহপাঠী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মুন্সিরহাট বসজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কাদের মাঝির সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।

মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ মিছিলে সমবেত হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে এসে জড়ো হন। এ সময় হত্যাকারী কাদের মাঝিকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। 

স্লোগানে ‘পুলিশ তুমি ঘুস খাও খুনি কেন ধরো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি কাদিরের ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে পুলিশ কেন নীরবে, জবাব জবাব জবাব চাই প্রশাসন জবাব চাই’,  ‘আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে’ বলে তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে জুয়েলের মা ছায়েরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারী ঘাতক কাদের মাঝিকে গ্রেফতার করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় জুয়েলের বোন মেরিনা আক্তার, ফুফু সফুরা খাতুন, কুলসুম, রিনা, চাচা মো. ফারুক, সহপাঠী নুরনবী মিশু, মো. নোমান, মো. রনি, আব্দুর রহমান সজিব বক্তব্য রাখেন।

বক্তারা সবাই জুয়েলের হত্যাকারী কাদের মাঝিকে প্রশাসন আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। 

এ সময় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য তারেক রহমান রকি সওদাগর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুনের শিকার জুয়েলের অনাগত সন্তানকে আমরা কী জবাব দিব। ঘটনার ৭২ ঘণ্টা পরও পুলিশ ঘাতককে গ্রেফতার করতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি প্রশাসন চেষ্টা করছেন। তবে যে করেই হোক খুব অল্পসময়ে পুলিশ খুনিকে গ্রেফতার করবে বলে আমরা বিশ্বাস করি। নতুবা আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় হত্যাকারী কাদের মাঝিকে ধরিয়ে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। 

প্রসঙ্গত, জুয়েল মঙ্গলবার দুপুরে তরকারির মসল্লা কিনতে স্থানীয় একটি মুদি দোকানে যান। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী কাদের মাঝি (৪৫) তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে। লোকজন আহত জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত কাদের মাঝিকে আসামি করে নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলনগর থানার ওসি তওহিদুল ইসলাম জানান, জুয়েল খুনের ঘটনায় অভিযুক্ত কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে। আসা করছি খুব শিগগিরই পুলিশ আসামিকে গ্রেফতারে সক্ষম হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম