জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম
জয়পুরহাটে শহর ও থানা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে (কাউন্সিল অধিবেশন) ঘিরে বিবদমান দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শুক্রবার জয়পুরহাট সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দীন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, স্থানীয় রাজনৈতিক দলের দুটি গ্রুপ জয়পুরহাট পৌর এলাকায় একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন (সম্মেলন) আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় জয়পুরহাট সদর উপজেলায় শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের একটি গ্রুপ- জয়পুরহাট জেলা শহরের পৌর এলাকার নতুনহাটে শুক্রবার সকাল ৯টায় এবং বিএনপির অপর গ্রুপ ওই নতুনহাটেরই মসজিদ চত্বর ও পার্শ্ববর্তী সরদারপাড়া মহল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ে- পালটা পালটি কাউন্সিল অধিবেশন আহবান করে। এই একই সময়ে ও প্রায় একই স্থানে সম্মেলন আহবান করায় বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মীও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।