Logo
Logo
×

সারাদেশ

আখাউড়া স্টেশনে প্রকৌশলীর ওপর হামলা অফিস ভাঙচুর, ২ কর্মচারী আটক

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম

আখাউড়া স্টেশনে প্রকৌশলীর ওপর হামলা অফিস ভাঙচুর, ২ কর্মচারী আটক

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুনকে মারধর করেছে। এ সময় তার অফিস কক্ষ ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করারও অভিযোগ করেন।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বিদ্যুৎ কার্যালয়ের এ ঘটনায় সম্প্রতি অন্যত্র বদলি হওয়া একই অফিসে কর্মরত দুই কর্মচারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন বিদ্যুৎ লাইনম্যান রবিউল ও পাম্প ড্রাইভার মোশাররফ হোসেন।

মারধরের শিকার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন যুগান্তরকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে (ডিপার্টমেন্টাল আদেশ) বিদ্যুৎ লাইনম্যান রবিউল ও পাম্প ড্রাইভার মোশাররফ হোসেনকে সম্প্রতি আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়; কিন্তু বদলির জন্য তারা আমাকে দোষারোপ করতে থাকেন।

প্রকৌশলী (বিদ্যুৎ) আল মামুন আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই দুই কর্মচারী আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বিদ্যুৎ অফিসে প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রবিউল ও মোশাররফ আমাকে কিল-ঘুসি আর মারধর করতে থাকেন। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেন।

এ ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত রবিউল ও মোশাররফকে আটক করে রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়া ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুনের দায়েরকৃত মামলায় একই অফিসে চট্টগ্রামে কর্মরত দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম