Logo
Logo
×

সারাদেশ

শিশু পুনর্বাসন কেন্দ্র নাটোরে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

শিশু পুনর্বাসন কেন্দ্র নাটোরে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র নাটোরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‘রাজশাহীর সর্বস্তরের জনগণ ও দুস্থ শিশুদের অভিভাবক’ ব্যানারে বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ উল্লেখ করে তার অপসারণও দাবি করেন বক্তারা। 

তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এই শহর থেকে কোনো প্রতিষ্ঠান স্থানান্তর করতে দেওয়া হবে না। এর আগে রেলওয়ে স্টেশন, টিভি সেন্টার ও পোস্টাল একাডেমিসহ কিছু কিছু প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে অন্য জেলায় নেওয়ার পাঁয়তারা করা হয়েছিল। সেই সময়ে রাজশাহীর মানুষ তা রুখে দিয়েছিল। এবারও তাই করা হবে।

সমাজসেবক ওয়ালিউল হক বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টু, অভিভাবক শিরিলা হেমব্রম ও রোজিবা বেগম। রাজশাহী মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহীন আলী মানববন্ধন পরিচালনা করেন।

উল্লেখ্য, পথশিশুসহ ঝুঁকিপূর্ণ ও নির্যাতিত শিশুদের নানা হয়রানি থেকে সুরক্ষা দিতে রাজশাহীতে একটি ভবন ভাড়া নিয়ে সমন্বিত শিশু সুরক্ষা কেন্দ্র চালু করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সার্ভিসেস ফর চিলড্রেন এট রিস্ক’ প্রকল্পের আওতায় ২০১২ সালের নভেম্বরে কেন্দ্রটি চালু করা হয়। বর্তমানে প্রায় ১৪০ জন সুবিধাবঞ্চিত শিশু আছে এখানে।

এটি স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, নাটোরে আমাদের নিজস্ব জায়গা আছে। সেখানে ভবন করা হবে। রাজশাহীতে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা ভবন ভাড়া লাগছে। রাজশাহীতে যদি পরবর্তীতে জায়গার ব্যবস্থা হয়, সেক্ষেত্রে এখানেও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম