Logo
Logo
×

সারাদেশ

সিলেট ওসমানীতে জন্মগতভাবে হার্টে ছিদ্র ১৮ শিশু শনাক্ত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

সিলেট ওসমানীতে জন্মগতভাবে হার্টে ছিদ্র ১৮ শিশু শনাক্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের শিশু-হৃদরোগ ইউনিটে জন্মগতভাবে হার্টে ছিদ্র আছে এমন ১৮ শিশু শনাক্ত করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিশু-মেডিসিন বিভাগ, হৃদরোগ বিভাগ ও ঢাকার জাতীয় শিশু হাসপাতালের যৌথ প্রচেষ্টায় এই বাছাই পর্ব সম্পন্ন হয়।

হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান জানান, বর্তমানে ক্যাথল্যাবের কিছু যন্ত্র বিকল থাকায় বাছাইকৃত ১৮ জন শিশু-হৃদরোগীর চিকিৎসা পরবর্তীতে নির্দিষ্ট তারিখে সম্পন্ন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট অভিভাবকদেরও যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, শতাধিক শিশু রোগী এলেও ১৮ জনকে বাছাই করা হয়।

গত বুধবারের এ বাছাইয়ে উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান, ঢাকা শিশু হাসপাতাল থেকে আগত সহযোগী অধ্যাপক (শিশু-কার্ডিওলজি) ডা. রেজোয়ানা রিমা এবং সহকারী অধ্যাপক (ঢাকা থেকে আগত) ডা. আব্দুল জব্বার ও সিলেট সিএমএইচ-এর লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন (শিশু বিশেষজ্ঞ) এবং সহকারী অধ্যাপক (হৃদরোগ বিশেষজ্ঞ) ডা. মো. শুয়াইব আহমদ প্রমুখ।

আক্রান্ত এসব শিশুদের আগামীতে এএসডি ভিএসডি পিডিএ-মেশিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হবে জানান বিশেষজ্ঞরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম