Logo
Logo
×

সারাদেশ

সুকদাড়া খামারে একসঙ্গে ১৫ মহিষের মৃত্যু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম

সুকদাড়া খামারে একসঙ্গে ১৫ মহিষের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে একসঙ্গে ১৫টি মহিষ মারা গেছে। বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে বলে ধারণা করছেন খামার কর্তৃপক্ষ।

এখানে মোট ৪৩৭টি মহিষ ছিল। এরমধ্যে ১৫টি মারা গেছে। তবে কি কারণে মারা গেছে, তা সঠিকভাবে জানা যায়নি।  অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ। 

মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। বেলা ১১টার দিকে মহিষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরও ৭-৮টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে গিয়ে দেখা গেছে, মৃত মহিষগুলো মাঠে যত্রতত্র পড়ে আছে।

স্থানীয়রা জানান, মহিষ মৃত্যুর খবর জেনে তারা খামারে এসে দেখেন ১৫টি মহিষ মারা গেছে। এ সময় তারা অভিযোগ করেন, অস্বাস্থ্যকর খাবার ও অযত্নে মহিষগুলোর এমন অবস্থা হচ্ছে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব প্রামাণিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেট বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারণে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে।

 

বাগেরহাট জেলা ভেটেরিনারি ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান, মৃত মহিষের ময়নাতদন্ত করে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন এলে মহিষগুলোর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম