গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগ সভাপতি গ্রেফতার
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্তসহ কয়েকটি অভিযোগে গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন মহাজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টঙ্গীর হিমারদিঘী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মোটর শ্রমিক লীগ নেতা লিটন মহাজনের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর তিনটি থানা ও রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক চারটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লিটন মহাজনের বিরুদ্ধে গাজীপুর মহানগরসহ কয়েকটি থানায় পৃথক চারটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ওই চারটি মামলায় এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।