Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে অস্ত্রসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পিএম

গাজীপুরে অস্ত্রসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকার কাঁচাবাজার আড়তদার গ্রুপের সভাপতি ও বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহানকে গ্রেফতার করেছেন যৌথবাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রবাজি, সন্ত্রাসী, মার্কেটসহ জমি দখল, বিভিন্ন কারখানায় চাঁদাবাজি, ভাঙচুরে নেতৃত্ব প্রদান ও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাতে নগরীর ভোগড়া এলাকার নিজ বাড়ি থেকে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। এ সময় তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

আব্দুস সোবাহান (৫০) গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় টের পেয়ে বাড়ির দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সোবহানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে বাসন থানা থেকে গাজীপুর মহানগর আদালতে পাঠানো হয়েছে।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম