Logo
Logo
×

সারাদেশ

ফুটবল খেলতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম

ফুটবল খেলতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মো. মোস্তফা তারেক ওরফে সিয়াম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. মোস্তফা তারেক ওরফে সিয়াম (২৪) ফুটবল খেলতে গিয়ে বুকের ব্যাথায় মারা গেছেন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।  

নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।  

এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বমনয়ক আল জকি হোসেন। তিনি বলেন, বিকালে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যাথা ওঠে। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্ররা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার লাশ নিয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম