Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে গেরুয়া পতাকাকাণ্ড: ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০১:৩১ পিএম

চট্টগ্রামে গেরুয়া পতাকাকাণ্ড: ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে হিন্দুত্ববাদীদের গেরুয়া রঙের পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা হয়েছে ।

বুধবার (৩০ অক্টোবর) ফিরোজ খান নামের এক ব্যক্তি নগরীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১২০(খ)/ ১২৪(ক)/ ১৫৩(ক)/ ১০৯/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন।

মোট ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫/২০ জনকে আসামি করেছেন বাদী।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ।

প্রসঙ্গ, বৈষম্যবিরোধী আন্দোলনের পর নগরীর নিউ মার্কেট চত্বরে একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে দেওয়া হয়। গত ২৫ অক্টোবর লালদীঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের দিন নিউ মার্কেটের ওই পতাকার উপর গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

ফিরোজ আহমেদের করা মামলার অভিযোগে বলা হয়েছে, লালদীঘি মাঠের সমাবেশের দিন নিউ মার্কেটে জাতীয় পতাকার ওপর ‘সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের’ গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের ‘অখণ্ডতাকে অস্বীকার করার শামিল’। 

দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা প্রদর্শন ও দেশের অখণ্ডতাকে অস্বীকার করে এভাবে পতাকা অবমাননা করা হয়েছে অভিযোগ করে মামলার এজাহারে বলা হয়, জাতীয় পতাকার ওপরে ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম