Logo
Logo
×

সারাদেশ

টিসিবির পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেফতার ২

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পিএম

টিসিবির পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেফতার ২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ও পণ্য বিক্রি না করে মজুদ করায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩২৮ লিটার তেল জব্দ করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

গ্রেফতাররা হলেন- ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী (সততা ট্রেডার্স) শেখ আব্দুল হাই ফাহিম ও ফরহাদ হোসেন। 

স্থানীয়রা জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে নান্টু পাল নামে এক ব্যবসায়ীর দোকানে খুচরা দামে টিসিবির পণ্য পাওয়া যায়। প্রশাসন খোঁজ নিয়ে জানতে পারে নান্টু পাল ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্স থেকে টিসিবির তেল পাইকারি দামে কিনে নিয়ে বিক্রি করছেন খুচরা দামে। নান্টু পাল কেনার মেমো দেখিয়ে প্রশাসনকে ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্সে নিয়ে আসেন। এ সময় অভিযান চালিয়ে সততা ট্রেডার্স দোকান থেকে ১৭ কার্টন তেলের বোতল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এসব মালামাল জব্দ করেন।

নান্টু পাল বলেন, আমি মুদি দোকানের খুচরা বিক্রেতা। আমি পাইকারি দামে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে কিনে এনে কটালপুর বাজারে খুচরা বিক্রি করি। সততা ট্রেডার্সের কাছ থেকে দুই লিটার থেকে খুচরা বিক্রি করার জন্য আমি পাইকারি দামে কিনে এনেছি। আমার কাছে মেমো ছিল। পরে আমি জানতে পারি এগুলো টিসিবির পণ্য।

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও পণ্য মজুদ রাখার দায়ে ডিলারসহ গ্রেফতার দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, আটক দুই ব্যবসায়ীকে আজ আদালতে পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম