Logo
Logo
×

সারাদেশ

ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:১৬ পিএম

ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: যুগান্তর

ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পরে ডাউন আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লোকমাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। এটিকে আমরা ট্রেনের সাটডাউন বলে থাকি। পার্বতীপুর থেকে দুই ঘণ্টা পর আরেকটি ইঞ্জিন এসে বিকল হয়ে যাওয়া ট্রেনটিকে নিয়ে যায়।

জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরে বরেন্দ্র এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এবং দক্ষিণে তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। 

সহকারী লোক মাস্টার আলমগির কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে এসে ডাউন সিগন্যাল অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম