Logo
Logo
×

সারাদেশ

সোনাগাজীতে দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Icon

সোনাগাজী দক্ষিণ (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:২০ এএম

সোনাগাজীতে দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার রাতে এ কমিটি বিলুপ্ত করা হয়। 

সোনাগাজী কলেজ ছাত্রদলের দুই নেতার ওপর হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সিনির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইমলাম গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাল্টা-পাল্টি অভিযোগ তুলে দু’পক্ষ পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলনও করেন। 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কলেজ ছাত্রদল নেতা মেহেদি হাসান মিরাজ ও রায়হানের ওপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইমলাম গ্রুপ অপর সিনিয়র যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করেন। 

মঙ্গলবার বিএনপি, ছাত্রদল ও যুবদলের একাংশের নেতারা প্রতিবাদ সমাবেশ করেন। রাতে আহত মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করলে পৌরশহরের কাস্মির বাজার সড়কের মাখায় দু'পক্ষের সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম