পূর্বাঞ্চলের শীর্ষ মাদক সম্রাট জুয়াড়ি মানিক গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫১ এএম
ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চল সীমান্তের শীর্ষ মাদক সম্রাট ও আন্তঃজেলা জুয়াড়ি মানিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মানিক উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে। একই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, আখাউড়া ও বিজয়নগরসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি আবুল হাসিম।
ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চলের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক চোরাকারবারি ও আন্তঃজেলা জুয়াড়ি এ মানিক। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ছাড়াও চুরি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মারামারি, নাশকতাসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিজয়নগরে সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলায় সরাসরি অংশ নেন মানিক। সেসময় আওয়ামী লীগের দলীয় বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় ছাত্রদেরকে হামলা করে কম্বল ছিনিয়ে নেওয়ার অভিযোগেও মামলা রয়েছে।
বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মোহাম্মদ আবুল হাসিম জানিয়েছেন।