Logo
Logo
×

সারাদেশ

মমতাজের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ৪

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৫০ এএম

মমতাজের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেফতার ৪

মানিকগঞ্জের হরিরামপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী অনুষ্ঠানে হামলা এবং নেতাকর্মীদের মারধরের ঘটনার প্রায় আড়াই বছর পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল মঙ্গলবার মামলাটি করেন। এতে ৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ৩০ মে বেলা ১১টায় সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক বয়ড়া গ্রামের বাসভবনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মিলাদের আয়োজন করা হয়। এ সময় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, হরিররামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দেওয়ান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ প্রমুখ হামলা চালান এবং নেতাকর্মীদের মারধর করেন। সভার মঞ্চ, চেয়ার-টেবিল, মাইকসহ বাসভবনের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ, কালই গ্রামের নিত্য সরকার ও মতিয়ার রহমান মতিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম