Logo
Logo
×

সারাদেশ

রংপুর মেডিকেল কলেজ পদত্যাগের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৪৬ এএম

রংপুর মেডিকেল কলেজ পদত্যাগের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা

রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট বদলানোর চেষ্টার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীরা। 

বুধবার সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডা. মাহমুদুল হক সরকার ও ডা. শরিফুল মণ্ডলের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। পরে দুপুরে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা।

আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সময়ের উপাধ্যক্ষ মাহফুজুর রহমান। এছাড়া পুলিশ  ও প্রশাসনের সঙ্গে মিলে শহিদ আবু সাঈদ হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট বদলানোর জন্য প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি। আন্দোলনকারীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ প্রশাসনিক  কোনো পদে থাকতে পারবে না বলে তাদের দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তার মাহফুজুর রহমান। তিনি বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলাম আবু সাঈদ হত্যায় সঠিক ফরেনসিক রিপোর্ট দিতে সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলাম। ডাক্তার মাহফুজুর রহমানকে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম