
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫০ এএম

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:৪৫ এএম

আরও পড়ুন
মুলাদীতে হত্যা মামলায় সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় আবুল বয়াতি নামে এক বৃদ্ধকে অপহরণ করে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বাদীর স্বজনদের বিরুদ্ধে। উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের রুবেল শাহ হত্যা মামলায় সাক্ষ্য দিতে অস্বীকার করার ওই গ্রামের বৃদ্ধ আবুল বয়াতির হাত-পা ভেঙে দেওয়া হয়। গত ২২ অক্টোবর ভোরে উপজেলার জাগরনী বাজার লঞ্চঘাটের পশ্চিমপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল শাহের ভাই রুমন শাহ, ছেলে আশরাফুল শাহের নেতৃত্বে ৫-৬ জন বৃদ্ধকে অপহরণ করে হাত-পা ভেঙে দেয় বলে দাবি করেছেন আবুল বয়াতি। এ ঘটনায় আবুল বয়াতির ছেলে সাইফুল ইসলাম বুধবার বিকালে মুলাদী থানায় অভিযোগ করেছেন। জানা যায়, চলতি বছর ৩ জানুয়ারি আওয়ামী লীগ কর্মী টুমচর গ্রামের রুবেল শাহ খুন হন। ওই ঘটনার নিহতের স্ত্রী ইউপি সদস্য নার্গিস বেগম বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। ওই মামলায় প্রত্যক্ষদর্শী হিসাবে আবুল বয়াতিকে সাক্ষী দিতে অনুরোধ করা হয়।
কিন্তু হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তিনি সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে বাদীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণ করে নিয়ে হাত-পা ভেঙে দেন। মামলার বাদী নার্গিস বেগম বলেন, এ মামলায় আবুল বয়াতি নামে কোনো সাক্ষী নেই। তাই তাকে সাক্ষ্য দিতে অনুরোধ করা হয়নি। তিনি অন্য কারও হামলার শিকার হয়ে আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।