
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম
পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম
-6722669edf046.jpeg)
আরও পড়ুন
কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে চকরিয়া থেকে তাকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন। তিনি বলেন, শিক্ষক আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোপূর্বে পেকুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ চারজন আসামি গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকালে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৩ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। স্কুলশিক্ষক আরিফ পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়ার মৃত মাস্টার বজল আহমদের ছেলে।