Logo
Logo
×

সারাদেশ

বেগম রোকেয়ায় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পিএম

বেগম রোকেয়ায় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সব বিভাগে ‘বাংলাদেশ স্টাডিজ’ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হচ্ছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে  এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন হলে প্রতিটি বিভাগে এ বিষয়ে পড়ানো হবে।

এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। উক্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ একটি আদর্শ বিষয়। এ সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম