Logo
Logo
×

সারাদেশ

ভ্যানচালককে হাতুড়িপেটা করা ছাত্রদল নেতার সঙ্গে শ্রমিক লীগ নেতার ছবি

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম

ভ্যানচালককে হাতুড়িপেটা করা ছাত্রদল নেতার সঙ্গে শ্রমিক লীগ নেতার ছবি

ফরিদপুরের সালথায় ভ্যানচালককে হাতুড়িপেটা করা সেই ছাত্রদল নেতা সাইফুল আলম এবার শ্রমিক লীগ নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। মঙ্গলবার দুপুর ২টা ১৪ মিনিটে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ টুটু চৌধুরীর সঙ্গে তোলা দুটি ছবি সাইফুল তার ফেসবুক পেজে পোস্ট করার পর সমালোচনার ঝড় ওঠে।

ওই পোস্টে ক্যাপশন দিয়ে ছাত্রদল নেতা সাইফুল আলম লেখেন- ‘আমার বড় ভাই টুটু চৌধুরী। ভাইয়ের জন্য শুভকামনা রইলো।’

সাইফুল আলম ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রদলের বড় পদে থেকে শ্রমিক লীগ নেতার সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করায় খোদ ছাত্রদলের নেতারাই ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা ছাত্রদল নেতারা বলেন, সাইফুল জেলা ছাত্রদল নেতা হলেও তার বাড়ি সালথায়। আওয়ামী লীগ আমলে টুটু চৌধুরীর শেল্টারে চলতেন সাইফুল। তাই হয়তো তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য এমন কাজ করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে শ্রমিক লীগ নেতার সঙ্গে ছবি পোস্ট করা ঠিক হয়নি। এতে দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের পতনের পর সাইফুল বেপরোয়া হয়ে ওঠেন। গত ২৪ অক্টোবর বিকালে সালথা বাজারে সুজন নামে এক ভ্যানচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রদল নেতা সাইফুল ও তার ভাইসহ ৩ থেকে ৪ জন। আহত সুজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, তিনি (টুটু চৌধুরী) আমার আপন ফুফাতো ভাই। এটা পারিবারিক ছবি। ভাইয়ের সঙ্গে ছবি তোলা দোষের কী? ভাই হিসেবেই ছবিটি তুলেছি।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, সাইফুলের বিরুদ্ধে কয়েক দিন আগেও হাতুড়িপেটার একটি নিউজ হয়েছে। তবে যদি কেউ দলের নাম ভাঙিয়ে কোনো অন্যায়, অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম