Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে আন্দোলনে আহত ও অসচ্ছল ৪০ জনকে সহায়তা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম

গাজীপুরে আন্দোলনে আহত ও অসচ্ছল ৪০ জনকে সহায়তা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত ২০ জনকে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। এছাড়া অসহায় ও অসচ্ছল আরও ২০ জনকে চার লাখ চল্লিশ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। 

এসব অনুদানের চেক বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।

বুধবার বিকালে জেলা পরিষদ হলরুমে গাজীপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৪০ জনকে ১০ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে জনপ্রতি ৩০ হাজার টাকা এবং অসহায় ও অসচ্ছল ব্যাক্তিদের ২২ হাজার টাকা করে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা নির্বাহী অফিসাররা, জেলা পরিষদ সভার সদস্যরা এবং জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম