Logo
Logo
×

সারাদেশ

সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রীসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রীসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে উপজেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সভাপতি-সম্পাদকসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

মামলায় বিরল উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহার নামীয় মহসিন ও জয়নাল আবেদীন নামের দুজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।  

বিরল পৌর বিএনপির সহ-সভাপতি ইসকান্দার হাসান বাদী হয়ে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বিরল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক ও রাণীপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান এ মামলার বাদী ইসকান্দার মেম্বারের হাত, পা, ভেঙে গুঁড়ো করে দিয়ে কোনো বিএনপি ও সাধারণ ভোটার ভোট দিতে আসবে না বলে উচ্চৈস্বরে হুংকার দেন। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির ধানের শীষের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, সামুরাই, রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গার উদ্দেশ্যে ভোট কেন্দ্রের পাশের ধানের শীষ প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তাণ্ডব চালায়। 

আসামিরা ভোট কেন্দ্র হতে বিএনপির পুরুষ ও মহিলা পোলিং এজেন্টদের মারধর করে ও মহিলা পোলিং এজেন্টদের বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। আসামিরা ২টি ককটেল ও ১টি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোট কেন্দ্র এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এজাহারনামীয় অন্য আসামিরা হলেন- বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, ১০নং বানীপুকুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপ-সম্পাদক ডা. মানবেন্দ্র রায় (মানব), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম অরু, রহমান আলী, সদস্য সেরাজুল ইসলাম, সহ-সভাপতি আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভূতি ভুষণ, পৌরসভার ৭নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মঙ্গলু, পৌর আওয়ামী লীগের সদস্য সামসুল আলম মিলন মহরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহারুল ইসলাম, ফরক্কাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল আলী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামান, উপজেলা যুবলীগের ভরপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র্র রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ৫নং বিরল ইউপির চেয়ারম্যান মারুফ হোসেন, সদস্য ও রাণীপুকুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আযম, তানজিমুল ইসলাম লাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শহরগ্রাম ইউপির চেয়ারম্যান ওয়াহেদ আলীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। 

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, এ মামলার এজাহার নামীয় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম