কবুতর চুরির সময় চোর ধরে প্রাণ হারালেন গৃহকর্তা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পিএম
যশোরের অভয়নগরে কবুতর চুরি করতে গেলে চোরকে হাতেনাতে ধরে ফেলেন গৃহকর্তা ও তার ছেলে। এ সময় প্রতিপক্ষের হামলায় গৃহকর্তা আমিন উদ্দিন মোড়ল (৮২) নিহত হন।
মঙ্গলবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিন উদ্দিন মোড়ল বারান্দি গ্রামের মৃত জামেদ আলী মোড়লের ছেলে।
নিহতের ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশী মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল (২৫) আমাদের বাড়িতে আসে। কিছু সময় পর গোপনে কবুতর চুরি করতে গেলে হাতেনাতে ধরা হয় তাকে।
তিনি বলেন, এ সময় চোর আরিফুলের চিৎকারে তার চাচা মিজানুর মোড়ল ও তার স্ত্রী মৌসুমী বেগম, আত্মীয় হাবিবা খাতুন ও ইশারাত মোড়ল দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ও আমার বাবাকে তাড়া করে। আমি পালিয়ে গেলেও হামলাকারীরা আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে ফেলে রেখে যায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, রাতে আমিন উদ্দিন মোড়ল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছিলাম। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে থানা পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।
বুধবার দুপুরে অভয়নগর থানার ওসি এমাদুল করিম বলেন, মারপিটের ঘটনায় পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর শুনে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।