Logo
Logo
×

সারাদেশ

৫ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

৫ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরে মাত্র ৫ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহজামালকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ভিকটিমের বাবা-মাকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাহজামাল উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের মো. তছলিম উদ্দিনের ছেলে। নিহত শিউলী বেগম একই গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) মো. আব্দুল কাদের মিঞা জানান, ২০১০ সালে জেলার গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের দরিদ্র মৎস্যজীবী মো. নজরুল ইসলামের মেয়ে মোছা. শিউলী বেগমকে প্রেম করে বিয়ে করেন একই গ্রামের প্রতিবেশী তছলিম উদ্দিনের ছেলে শাহজামাল। বিয়ের সময় স্বামীর দাবিকৃত যৌতুকের ১৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা প্রদানও করেন। বাকি ৫ হাজার যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

২০১১ সালের ১ জানুয়ারি শাহজামাল যৌতুকের বকেয়া ৫ হাজার টাকার জন্য স্ত্রী এক সন্তানের জননী শিউলি বেগমকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে মরদেহ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে জামাতা শাহজামাল (২৫), বেয়াই তছলিম উদ্দিন (৫২) ও বেয়াইন সামনুর বেগমকে (৪৫) আসামি করে গুরুদাসপুর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম তদন্ত শেষে শুধুমাত্র শাহজামালকে অভিযুক্ত করে একই বছরের ৩০ মে আদালতে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে মামলাটি নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম