Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা, আহত ১

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

গাজীপুরে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা, আহত ১

গাজীপুরে ব্যক্তি মালকানাধীন জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। তার নাম মামুন (৩০)। তিনি ওই জমিতে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সকালে মহানগরীর ২২নং ওয়ার্ডের আড়াইশ প্রাশাদ মৌজার নান্দুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জানা গেছে, এমজিএইচ গ্রুপের মালিকানাধীন ৩৪ বিঘার জমির মাঝখান দিয়ে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে জোরপূর্বক ইটের সলিং রাস্তা নির্মাণ করছিল পার্শ্ববর্তী ম্যাকডোনাল্ড লিমিটেড (বিষ তৈরির কারখানা বলে পরিচিত)কারখানা কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকালে খবর পেয়ে এমজিএইচ গ্রুপের লোকজন ঘটনাস্থলে আসে। এমজিএইচ গ্রুপ তাদের জমিতে গভীর নলকূপ স্থাপনের কাজ করতে গেলে ম্যাকডোনাল্ড লিমিটেড কারখানার লোকজন নলকূপ স্থাপনে বাধা দেয়। 

একপর্যায়ে তারা এমজিএইচ গ্রুপের নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। এতে মামুন নামে এক নিরাপত্তা কর্মীকে মারধর করে টেনেহেঁচড়ে তুলে নিয়ে যায়। দুই ঘণ্টা পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। 

খবর পেয়ে সদর মেট্রো থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এমজিএইচ গ্রুপের রেগুলেটরি বিষয়ক উপ-মহাব্যবস্থাপক মেজর (অব.) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ১৪ বছর আগে ওই গ্রুপের এমডি আনিস আহমেদের স্ত্রী সুহানা লুৎফা আহমেদ ৩৪ বিঘা জমি কিনেন। এ জমির উপর দিয়ে কোনো ধরনের রাস্তা ছিল না। ওই জমির অদূরে ম্যাকডোনাল্ড লিমিটেড কারখানার লোকজন আমাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করে।

এ বিষয়ে এমজিএইচ গ্রুপের পক্ষ থেকে সুহানা লুৎফা আহমেদ  উচ্চ আদালতে রিট পিটিশন করেন। কিন্তু উচ্চ আদালতে মামলা বিচারাধিন থাকা সত্বেও ম্যাকডোনাল্ড লিমিটেড কারখানার লোকজন দিয়ে ২৪ অক্টোবর থেকে জোরপূর্বক রাস্তা নির্মাণ করছিল। এখানে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে তাদের লোক দিয়ে কাজ করাচ্ছিল। 

তিনি জানান, গোহালটের জমিতে রাস্তার নামে ২০ ফুট প্রশস্তের ৪ স্তরের ইট দিয়ে ভারি যানবাহন চলাচলের উপযোগী করে রাস্তাটি তৈরি করা হচ্ছিল। যা গো হালটের রাস্তা হিসেবে পড়ে না। 

তিনি জানান, এর আগে ওই কারখানার লোকজন গত ২৪ অক্টোবর জমি দখল করার জন্য গাছপালা কর্তন এবং হামলা চালিয়ে জমির সাইনবোর্ড ভাঙচুরসহ নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন বলেন, এমজিএইচ গ্রুপের মালিকানাধীন জমির সাথে সরকারি একটি হালট রয়েছে। এতে সিটি করপোরেশেন একটি রাস্তার টেন্ডার করেছিল। পরে আদালতে রিট পিটিশন দায়ের করা হলে রাস্তার কাজ বন্ধ রাখা হয়। এখন কারা কাজ করছে তা জানা নেই। 

তবে স্থানীয় লোকজন জানায়, রাতের আধাঁরে ম্যাকডোনাল্ড কারখানা কর্তৃপক্ষ তাদের লোক দিয়ে রাস্তাটি নির্মাণ করছে। এটা একটি ব্যক্তি মালিকানাধিন জমি। যে দিক দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে সেখান দিয়ে সরকারি কোন জমি বা হালট নেই। 

এ প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কারখানার ডিজিএম মোহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, সরকারি হালটে সিটি করপোরেশন রাস্তা নির্মাণ করছে। এতে আমাদের কিছু করার নেই। কিছুদিন কাজ বন্ধ ছিল এখন তারা আবার কাজ শুরু করছে। সরকারি এ রাস্তাটি এমজিএইচ গ্রুপ দখল করে রেখেছে। হামলার সাথে তাদের কোন লোকজন জড়িত নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম