বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পিএম
![বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/30/damudda-6721e2a1c35a7.jpg)
শরীয়তপুরের ডামুড্যায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
জুলহাস মাদবর ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলহাস মাদবর আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জরিত ছিল। স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম করেছে। এর আগে তার বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় মামলা রয়েছে। গোসাইরহাটের একটি বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, রাতে থাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোসাইরহাট থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এর আগেও তাকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করেছি।