Logo
Logo
×

সারাদেশ

এসজিএফএলের আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আয়

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম

এসজিএফএলের আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আয়

পেট্রোবাংলার অন্যতম গ্যাস উৎপাদন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) গত অর্থবছরে আড়াই হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আয় করেছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য তুলে ধরা হয়।

কোম্পানির পরিচালক-পর্ষদের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) খালিদ আহম্মেদের সভাপতিত্বে পেট্রোবাংলার বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার ও অন্যান্য শেয়ারহোল্ডার, পরিচালক পর্ষদের সদস্য, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এবং কোম্পানির মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রবাদি (কনডেনসেট, পেট্রল, ডিজেল, কেরোসিন, অকটেন, এনজিএল ও এলপিজি) উৎপাদন পূর্বক বিক্রয় করে কোম্পানি সর্বমোট ২ হাজার ৫৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এ অর্থবছরে কোম্পানি মুসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মোট ৭৭৮ দশমিক ৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে এবং ৪২২.৭৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম