মাগুরা যুবদল সভাপতির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম
মাগুরায় জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন মাগুরা জেলা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ হাসান খান।
মাগুরা জেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ঠিকাদার ফরিদ খান মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত এ অভিযোগপত্রটি দিয়েছেন।
অভিযোগপত্রে ঠিকাদার ফরিদ খানের অভিযোগ- এলজিইডির আমপান প্রজেক্টের আওতায় মাগুরা-বুনাগাতি সড়ক মেরামতের লক্ষ্যে তিনি ৭ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা চুক্তিমূল্যের একটি ঠিকাদারির কার্যাদেশ পেয়েছেন; কিন্তু মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল এ কাজের বিপরীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। দাবিকৃত এই টাকা না দিলে ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি হুমকি দিয়েছেন; যার পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে তিনি অভিযোগপত্রটি দাখিল করেছেন।
সরকারি কাজে বাধা দেওয়া এবং চাঁদা দাবির সত্যতা স্বীকার করে মাগুরা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি নেতা ফরিদ হাসান খান বলেন, যুবদল সভাপতি কল্লোল মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করেছেন। যে বিষয়টি রেকর্ড আকারে সংরক্ষিত আছে। বিষয়টি তদন্ত করলে প্রমাণিত হবে।
অভিযোগের বিষয়ে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, আইন পেশার পাশাপাশি আমার ঠিকাদারি ব্যবসা রয়েছে। এলজিইডির ঠিকাদারি কাজে অংশ নিতে ৪টি সিডিউল ক্রয় করেছিলাম; কিন্তু ফরিদ হাসান খানসহ অন্যান্য ঠিকাদার কাজটি সমঝোতা করে ভাগ করে নেওয়াতে আমরা বঞ্চিত হয়েছি। ঠিকাদারি কাজের বহুল প্রচলিত ওই নেগোসিয়েশন প্রক্রিয়ার সুবিধা চাওয়ার কারণে আমার নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।