Logo
Logo
×

সারাদেশ

ফেনী সীমান্তে গরুসহ সোয়া ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম

ফেনী সীমান্তে গরুসহ সোয়া ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ‘সোয়া দুই কোটি টাকার’ ভারতীয় পণ্য ও গরু জব্দ করছে বিজিবি। তবে এসব ঘটনায় আটক হয়নি কেউ। 

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, জব্দ করা মালামাল সোমবার দুপুরে ফেনী কাস্টমস ও শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

রোব ও সোমবার রাতে আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, সিগারেট, মাদক, স্যানেগ্রা ট্যাবলেট ও গরু জব্দ করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া, যশপুর, মধুগ্রাম, চম্পকনগর সীমান্তে রাতভর অভিযান চালায় বিজিবির টহল দল।

অভিযানে চোরাইপথে আনা ২৯১টি ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৭৭৪ মিটার কাপড়, ছয় হাজার ২৭৩ প্যাকেট সিগারেট, ১৫ হাজার ২৮০টি স্যানেগ্রা ট্যাবলেট ও পাঁচটি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য এক কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা বলে জানায় বিজিবি।

ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া, দেবপুর, চম্পকনগর এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলার অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি।

এ সময় ৫২০টি ভারতীয় শাড়ি, ৪০ বোতল ফেনসিডিল, ৪৭ বোতল হুইস্কি ও ছয়টি গরু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৩৭ লাখ তিন হাজার ৭৫০ টাকা।

তিনি বলেন, দেড় মাসে সীমান্তে অভিযানে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে যৌথবাহিনী সহায়তায় তাদের আটকের অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এদিকে পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তের স্থানীয়দের একাধিক সূত্রে জানায়, হাসিনা সরকার পরিবর্তনের পর শিমুল ও জাবেদের নেতৃত্বে জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাচালান চলছে। প্রতিনিয়ত বিজিবি সদস্যরা মালামাল জব্দ করেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম