Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পিএম

আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। আলোচিত আওয়ামী লীগ নেতা শ্রী সন্তোষ কুমার প্রামাণিক নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ৫নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের মাধনগর ইউনিয়নের সভাপতি।

উপজেলার ভট্টপাড়া হিন্দু সম্প্রদায়ের সমাজ প্রধান ও হিসাব রক্ষক শ্রী সুশীল চন্দ্র সরকার গ্রামবাসীর পক্ষে গণস্বাক্ষরসহ মন্দিরের চাল আত্মসাতের বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভট্টপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে গ্রামের হিন্দু সম্প্রদায় পুঁজা আর্চনা করে। সেখানে সরকার কর্তৃক ২০২৪ সালের জুন মাসের জিআর বরাদ্দের আওতায় ৫০০ কেজি চাল আসে কিন্তু সমাজের কাউকে না জানিয়ে অভিযুক্ত শ্রী সন্তোষ কুমার প্রামাণিক গোপনে মন্দিরের মিথ্যা সভাপতি সেজে বরাদ্দকৃত ৫০০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করেন। 

এলাকাবাসী বলেন, বরাদ্দকৃত চাল ফেরত ও সন্তোষ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সন্তোষ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সত্য নয়, মন্দিরের কাজেই বরাদ্দকৃত চালের টাকা ব্যবহার হয়েছে। সমাজের অপর একটি পক্ষের সঙ্গে আমাদের পূর্বের বিভেদ রয়েছে। যার ফলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

বিষয়টি ফায়সালা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকতার নির্দেশে আগামী শুক্রবার উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের নেতারা এই গ্রামের সমাজ প্রধানদের সঙ্গে বসবে বলেও তিনি জানান। 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান আকরামুল হক বলেছেন, গত বছর হরিবাসরের জন্য ওই মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এখন চালগুলো আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্ত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম