Logo
Logo
×

সারাদেশ

দুর্বৃত্তের হামলায় পদ্মায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম

দুর্বৃত্তের হামলায় পদ্মায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য নিখোঁজ হন। ৩৬ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করেছে খুলনার ডুবুরি দল। মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, গত রোববার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে নদীপথে যাবার সময় অবৈধভাবে ইলিশ শিকারিরা পুলিশের নৌকায় হামলা করে। হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মকভাবে আহত হন এবং তাদের সঙ্গে থাকা দুজন ইউপি সদস্যসহ বাকি পুলিশ সদস্যরা সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল ইসলাম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে সক্ষম হননি। খুলনার ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল ৩টার দিকে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করেছেন। 

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার ফিরোজ হোসেন জানান, খুলনার ডুবুরি দল ও তারা যৌথভাবে অভিযান চালিয়ে সদরুল ইসলাম নামের পুলিশ সদস্যকে উদ্ধার করেছেন এবং আরেকজন পুলিশ সদস্যকে উদ্ধারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম