ছাত্র-জনতার মিছিলে হামলা, উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২২ পিএম
![ছাত্র-জনতার মিছিলে হামলা, উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/29/Brahmanbaria-news-2-6720e19f7375c.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।
নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা মামলায় তিনি আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।