অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী ২০২৫ সালের হজের খরচ অনেকটা কমে আসবে। যেসব খাত থেকে হজের খরচ কমানো যায়, তা বিবেচনা করা হয়েছে এবং এবার সাশ্রয়ী মূলে হজযাত্রীরা হজ করতে পারবেন। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় ৪০ হাজার টাকার মতো হাজিদের বেশি গুনতে হচ্ছে।
মঙ্গলবার দিনাজপুর ইমাম প্রশিক্ষক একাডেমি মিলনায়তনে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে হজের প্যাকেজ ঘোষণা করা হবে। হজের দুটি প্যাকেজ থাকবে। এর মধ্যে একটি হচ্ছে পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন, তাদের জন্য। আরেকটি প্যাকেজ হচ্ছে- কাবা শরীফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন, তাদের জন্য। এর থেকে দূরে নিলে আমরা হয়তো আরেকটি প্যাকেজ কম দামে করতে পারব; কিন্তু বাংলাদেশ থেকে যেসব হজযাত্রী হজ করতে যান, তারা সবসময়ই চান কাবা শরীফে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে।
তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় কখনো হাজিদের নিয়ে ব্যবসা করে না। সেখানে বাড়ি ভাড়া কম পেলে হাজিদের টাকা ফেরত দেওয়া হবে। যার নজির ইতোপূর্বে রাখা হয়েছে। তিনি বলেন, সম্ভাব্য যেসব খাত থেকে টাকা কমানো যায়, আমরা তা চেষ্টা করেছি এবং কমিয়েছি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, হাজিদের জন্য সেখানে চিকিৎসক-ওষুধসহ চিকিৎসারও ব্যবস্থা করা হয়ে থাকে, এবারো করা হবে। তিনি হার্টের সমস্যা, কিডনি ডায়ালোসিস রোগী ও লিভার সিরোসিস রোগী এবং সেসব বয়োবৃদ্ধ মানুষ হাঁটতে পারেন না, তাদের হজে না যাওয়ার জন্য উৎসাহিত করেন।
চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশে ৮ দফা দাবি ও তাদের লংমার্চের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সর্বোচ্চ মহল তাদের দাবিগুলোর বিষয়ে আমলে নিয়েছেন এবং ইতোমধ্যে কিছু দাবি সমাধানও করা হয়েছে।
অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভায় অংশ নেন।