Logo
Logo
×

সারাদেশ

দিদার হত্যা: গোপালগঞ্জ সদর থানা আ.লীগের সম্পাদক গ্রেফতার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম

দিদার হত্যা: গোপালগঞ্জ সদর থানা আ.লীগের সম্পাদক গ্রেফতার

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার এলজিইডি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

আবু সিদ্দিক সিকদার দিদার হত্যা মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ পৌরসভা এলাকার এলজিইডি মোড় থেকে আবু সিদ্দিক সিকদারকে গ্রেফতার করা হয়। দিদার হত্যা মামলায় এখন পর্যন্ত ৮৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর নিহত স্বেচ্ছাসেবক দল নেতা দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ ও দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওই দিন বিকালে তাদের গাড়িবহরটি ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম