গৌরনদীর সাবেক মেয়র হারিছ গ্রেফতার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর রামপুরা থানা পুলিশের সহযোগিতায় গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে বনশ্রী এলাকায় তার (হারিছ) ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গৌরনদী থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার, এসআই মনিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানা পুলিশের সহযোগিতায় বনশ্রী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোণের অভিযোগে চলতি মাসে গৌরনদী থানায় হারিছুর রহমানের বিরুদ্ধে চারটি মামলা রুজু হয়েছে।
বিএনপির ৪ নেতাকর্মীদের দায়ের করা চারটি মামলাতেই তাকে (হারিছ) প্রধান আসামি করা হয়েছে। ওই চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার হারিছকে আজ বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।