সাবেক এমপি বদির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুই ব্যাংক কর্মকর্তা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৫৪ এএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ।
সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তাকে আনা হয়। মামলায় এদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। দুদকের পক্ষে দুজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার দুপুরে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ-সদস্য বদিকে আদালতে হাজির করা হয়। দুজন ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। এরপর আবার তাকে কারাগারে ফেরত নেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (প্রসিকিউশন) মো. মুফিজ উদ্দিন জানান, সাবেক সংসদ-সদস্যকে ২০০৭ সালের দুদকের একটি মামলায় আদালতে হাজির করা হয়েছিল।
আদালত জানান, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সময় বদি টেকনাফ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। বিচারের এই আদেশের বিরুদ্ধে বদি হাইকোর্টে যান। ২০২২ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। ওই বছরের ২২ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
২৪ আগস্ট রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে বদিকে গ্রেফতার করে র্যাব-৭। পরে তাকে টেকনাফ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।