Logo
Logo
×

সারাদেশ

ক্রসফায়ারের ৮ বছর পর মামলা

র‌্যাবের সাবেক ডিজিসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম

র‌্যাবের সাবেক ডিজিসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

জয়পুরহাটে ২০১৬ সালে র‌্যাব হেফাজতে (ক্রসফায়ার) শাফিনুর ইসলাম শাফিন হত্যার অভিযোগ এনে আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

রোববার ওই ক্রসফায়ারে নিহত শাফিনুর ইসলাম শাফিনের বাবা জয়পুরহাটের সদর উপজেলার চকমোহন গ্রামের নজরুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ২৫ জনের মধ্যে র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহম্মেদ ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ প্রথম ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

র‌্যাবের সাবেক ওই মহাপরিচালক বেনজির আহম্মেদ ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম ছাড়াও অন্য আসামিরা হলেন- জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা শাফিনুর ইসলাম শাফিনকে গ্রেফতার করে। এর ১ মাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাটের সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত প্রথম ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন।  

এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম