Logo
Logo
×

সারাদেশ

সিলেট ওসমানীতে ব্রিটিশ নাগরিক আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম

সিলেট ওসমানীতে ব্রিটিশ নাগরিক আটক

বিমানে ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত, পাইলট ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সঙ্গে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রী বিমানের কেবিন ক্রুদের ওপর হাত তুলেছেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইএ-২০৮নং ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান বিমানে অন্যান্য যাত্রীদের সঙ্গে অসদাচরণ করছিলেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ আহমেদ ক্রুদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনটি বিমানের কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে বেলা ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম