বাবা-মায়ের ডিভোর্সের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে আপস-মীমাংসার মাধ্যমে বাবা-মায়ের ডিভোর্সের দুই দিন পর মায়ের কাছে থাকা মাইশা খাতুন নামের ২ বছরের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসার জন্য মৃত শিশুর মা, নানাসহ ৫ জনকে থানায় আনা হয়েছে।
সোমবার দুপুরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ আগুরিয়া গ্রামের শিশুকন্যার নানা লেবু প্রামাণিকের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুকন্যা মাইশা বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেলুয়া গ্রামের মাহমুদুল মণ্ডলের মেয়ে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, প্রায় ৫ বছর আগে দক্ষিণ আগুরিয়া গ্রামের লেবু প্রামাণিকের মেয়ে লিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেলুয়া গ্রামের শাজাহান মণ্ডলের ছেলে মাহমুদুল মণ্ডলের। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার প্রায়ই সালিশ বৈঠক হয়।
একপর্যায়ে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় বাবু সরকারের বাড়িতে সালিশ-মীমাংসায় তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের দুই দিন পরে আজ লেবু প্রামাণিকের বাড়ি থেকে শিশুকন্যা মাইশার লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর মা, নানা-নানিসহ ৫ জনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।